শুক্রবার,

১৭ জানুয়ারি ২০২৫,

৪ মাঘ ১৪৩১

শুক্রবার,

১৭ জানুয়ারি ২০২৫,

৪ মাঘ ১৪৩১

Radio Today News

বাংলাদেশকে চোখ রাঙিয়ে লাভ নেই; ভারতকে রিজভী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫২, ৭ ডিসেম্বর ২০২৪

Google News
বাংলাদেশকে চোখ রাঙিয়ে লাভ নেই; ভারতকে রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগ নেত্রীকে দিয়ে ভারত নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য রাজনীতিকসহ ভারতীয় মিডিয়া প্রতিদিন প্রতিনিয়ত মায়াকান্না করছে। ইসকনকে দিয়ে অস্থিরতা সৃষ্টি করছে। তাদের সব মায়াকান্না শেখ হাসিনার জন্য। কিন্তু বাংলাদেশকে চোখ রাঙিয়ে লাভ নেই। যারা অপরাধ করেছেন, যারা নির্দেশ রক্ষা করার জন্য ছাত্র-জনতাকে গুলি করেছে তাদের কারো ক্ষমা নেই।

শনিবার সকালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় রিজভী বলেন, শেখ হাসিনাকে আগলে রাখতে গিয়ে কীভাবে রক্তপাত করা হয়েছে হাসপাতালে না আসলে বোঝা যায় না। যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে তাদের এসব দেখা উচিত। 

তার দাবি, বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর পোড়ানো হচ্ছে মিথ্যার বেড়াজালে। তারা হিংসা, প্রতিহিংসার জ্বালায় প্রতিনিয়ত পুড়ছে। তাদের কাছে বাংলাদেশের মানুষের কোনো মূল্য নেই। তাদের নিজেদের স্বার্থ রক্ষার শেখ হাসিনাকে দিয়ে নানারকম ষড়যন্ত্র করছে। হাইকমিশনে হামলা করে তারা শেখ হাসিনার জ্বালা মেটাচ্ছেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের