সোমবার,

২১ জুলাই ২০২৫,

৬ শ্রাবণ ১৪৩২

সোমবার,

২১ জুলাই ২০২৫,

৬ শ্রাবণ ১৪৩২

Radio Today News

বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমার খোঁজ নিয়েছেন: জামায়াত আমির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৩, ২০ জুলাই ২০২৫

Google News
বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমার খোঁজ নিয়েছেন: জামায়াত আমির

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরপর হাসপাতালে চিকিৎসা শেষে এরই মধ্যে বাসায় ফিরেছেন। বাড়ি ফিরেই নিজের শারীরিক সবশেষ অবস্থার কথা জানিয়েছেন তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন বলে জানান ডা. শফিকুর রহমান।

গতকাল শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১১টার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তার শারীরিক অবস্থার কথা জানান।

পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি।  

আমার এ সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি আমার ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন। অসুস্থ হওয়ার পরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশে অনেকেই খোঁজখবর নিয়েছেন ও দোয়া করেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের