শনিবার,

০২ আগস্ট ২০২৫,

১৮ শ্রাবণ ১৪৩২

শনিবার,

০২ আগস্ট ২০২৫,

১৮ শ্রাবণ ১৪৩২

Radio Today News

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৭, ২৮ জুলাই ২০২৫

Google News
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে যা জানালেন ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “ম্যাডামের বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এমনকি এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি।”

তিনি আরও জানান, “যদি ভবিষ্যতে প্রয়োজন হয়, তবে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে। কিন্তু বর্তমান পর্যায়ে তা নিয়ে কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।”

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, খালেদা জিয়া শিগগিরই বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন। এ প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, “এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এটি একেবারে টোটালি ফেইক নিউজ। আমি এই বিষয়ে কিছু জানি না।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের