
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পানির ন্যায্য হিস্যা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি।
রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে রোববার (১০ আগস্ট) এ মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এসময় তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের মূল লক্ষ্য ছিলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। এর মূল উপায় ভোট প্রয়োগের ব্যবস্থা করা।
তারেক রহমান বলেন, বিএনপির ওপর দেশের মানুষ আস্থা রাখতে চায়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। শপথ নিতে হবে দেশের মানুষের আস্থা অর্জনের।
১৫ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়। এ উপলক্ষ্যে মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে দলে দলে সকাল থেকেই আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা।
ভার্চুয়ালি যুক্ত হয়ে বিকেল পাঁচটার পর এতে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বৈরাচার পতনের মূল লক্ষ্যই ছিলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।
দেশকে নতুন করে গড়তে সামনে অনেক চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তিন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু সোমবারপরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তিন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু সোমবার
আগামীতে দেশের মানুষের আস্থা অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ শপথেরও আহ্বান জানান তারেক রহমান।
রেডিওটুডে নিউজ/আনাম