বৃহস্পতিবার,

০৪ সেপ্টেম্বর ২০২৫,

২০ ভাদ্র ১৪৩২

বৃহস্পতিবার,

০৪ সেপ্টেম্বর ২০২৫,

২০ ভাদ্র ১৪৩২

Radio Today News

শিবির কেন গুপ্ত রাজনীতি থেকে প্রকাশ্যে আসে না: উমামা ফাতেমামা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৯, ২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:৫২, ২ সেপ্টেম্বর ২০২৫

Google News
শিবির কেন গুপ্ত রাজনীতি থেকে প্রকাশ্যে আসে না: উমামা ফাতেমামা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট আবেদনকারী ছাত্রীকে ‘গণধর্ষণের’ হুমকির ঘটনায় এবার মুখ খুলেছেন উমামা ফাতেমামা।

ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপিপ্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, তারা সাধারণ শিক্ষার্থী সেজে রাজনৈতিক সুবিধাটা ঠিকই নিবে, কিন্তু নিজেদের লোকের দায়টা নিবে না।
 
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে করা এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। 

পাঠকদের পড়ার সুবিধার্থে তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো: 

এই ক্যাম্পাসে একজন মেয়েকে রেপ থ্রেট দিয়ে কতই না সহজে পার পাওয়া যায়। শিবির কেন গুপ্ত রাজনীতি থেকে প্রকাশ্যে আসে না সেটার কারণ এটাই। সাধারণ শিক্ষার্থী সেজে রাজনৈতিক সুবিধাটা ঠিকই নিবে, কিন্তু নিজেদের লোকের দায়টা নিবে না। এখনো পর্যন্ত হুমকিদাতার বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের