
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, কোনো কোনো দল বলছে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না। তারা বুঝে গেছে ভোটে দাঁড়ালে ১০টি আসনও পাবে না।
তিনি বলেন, তারা তাই নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু বিএনপি বিশ্বাস করে সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।
গত রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুরে আয়োজিত এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে স্থানীয় বিএনপি এ সমাবেশের আয়োজন করে। রুমিন ফারহানা প্রধান অতিথির বক্তব্য দেন।
রুমিন ফারহানা আরো বলেন, ‘১৭ বছর আদালতের বারান্দায় বারান্দায় আমাদের হাঁটতে হয়েছে। কেউ কোনো ব্যবসা-বাণিজ্য করতে পারে নাই।
রেডিওটুডে নিউজ/আনাম