
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসে দেড় কোটি লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিগত ১৬ বছরে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে দেশ অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের মানুষ শান্তিতে নেই। একটি অনির্বাচিত সরকারের হাতে দেশ কখনো নিরাপদ নয়।
বুধবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতাল সংলগ্ন দানবীর রণদা প্রসাদ সাহার মন্দিরের পূজামণ্ডপে পরিদর্শনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ ঐকমত্যের ভিত্তিতে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলে এবং নতুন নতুন পরিকল্পনা ও চিন্তা নিয়ে দেশের কল্যাণের জন্য কাজ করবে।
পিআর প্রসঙ্গে আমীর খসরু চৌধুরী বলেন, পিআর পদ্ধতি কেউ চাইতেই পারে, এটা তাদের অধিকার আছে। কিন্তু এটা তো বিএনপির দেয়ার বিষয় না, অন্য দলেরও দেয়ার কিছু নেই। আমরা যেখানে একমত হয়েছি, তার বাইরেও চাওয়ার অধিকার আছে। সেটা করতে হলে জনগণের রায় নিয়ে আসতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। দেশকে যদি বাঁচাতে হয় এই আপনারা যে কর্মসংস্থানের কথা বলছেন, আইনশৃঙ্খলার কথা বলছেন বিভিন্নভাবে আজকে সবাই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা আজকে নির্বাচিত একটি সংসদ ও সরকার দেখতে চায়, যারা জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে, জবাবদিহি থাকবে এবং যাদের পেছনে জনগণের শক্তি থাকবে। সরকার এবং জনগণের সেতু বন্ধন নেই আমরা আজকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি।
রেডিওটুডে নিউজ/আনাম