শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫,

১৮ আশ্বিন ১৪৩২

শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫,

১৮ আশ্বিন ১৪৩২

Radio Today News

প্রধান উপদেষ্টার সামনে নির্বাচন কঠিন অগ্নিপরীক্ষা: ফারুক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০০, ২ অক্টোবর ২০২৫

Google News
প্রধান উপদেষ্টার সামনে নির্বাচন কঠিন অগ্নিপরীক্ষা: ফারুক

পাহাড়ে অশান্তি সৃষ্টির অপচেষ্টাকারীদের খুঁজে বের করার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার পেছনে রয়েছে আওয়ামী লীগ ও ভারত। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সেনবাগ ফোরামের আয়োজিত বাংলাদেশের বর্তমান সমসাময়িক বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

জাতিসংঘে সফররত প্রধান উপদেষ্টার বক্তব্যে ৫ বছর ক্ষমতায় থাকার প্রয়াস দেখা দিয়েছে অভিযোগ করে এ সময় ফারুক বলেন, এমন ইচ্ছা দেশের সার্বিক পরিস্থিতিকে অস্থির করছে। 

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার সামনে এই নির্বাচন কঠিন অগ্নিপরীক্ষা। সুষ্ঠু ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার আত্মবিশ্বাস নষ্ট করার জন্য আশেপাশে অনেক লোক রয়েছে। 

দেশের মানুষের যে ঐক্যের কারণে হাসিনা পালিয়েছে, সেই ঐক্য বিনষ্ট করতে যারা উঠে পড়ে লেগেছে, তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের