
বিএসটিআই গুণগত মান সনদ গ্রহণ না করে ক্লে-ব্রিকস (ইট) উৎপাদন,বিক্রয় এবং বিতরণ অব্যাহত রাখার কারণে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সাতটি ক্লে-ব্রিকস (ইট) উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে রংপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন মঙ্গলবার দুপুরে এই মামলা করেন।
যে সকল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করা হয়েছে সেগুলো হচ্ছে ,ভাই ভাই ব্রিকস, ই এস ব্রিকস,র এ আর ব্রিকস, এম জি এ ব্রিকস, এম এফ এম ব্রিকস, এম টি বি ব্রিকস ও এ বি এস ব্রিকস।
বিএসটিআই এর রংপুর বিভাগীয় উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমাদ জানান, "রংপুর বিভাগের আট জেলায় আমাদের প্রতিনিয়ত অভিযান চলছে। আমরা যেখানে অনিয়ম পাবো সেখানেই অভিযান পরিচালনা করবো। এব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি"।
রেডিওটুডে/এমএমএইচ