
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, বেঁধে দেওয়া তিনটি পণ্যের দাম এখনও বাজারে কার্যকর করা সম্ভব হয়নি। ভোক্তা অধিকার ও বাণিজ্য মন্ত্রণালয় চেষ্টা করে যাচ্ছে। তবে নতুন করে সেসব পণ্যের দাম আর বাড়েনি। শুক্রবার বিকেলে ৩ দিনের সফরে রংপুরে এসে নগরীর সাগরপাড়াস্থ নিজ বাড়িতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্য মন্ত্রী বলেন, আমদানী ব্যয় বাড়ার সাথে আমাদের রপ্তানী আয় বেড়েছে শতকরা ১০ ভাগ। আমাদের রপ্তানী যথেষ্ট ভাল রয়েছে। শুধু গত মাসে আমাদের রেমিট্যান্স একটু কম এসেছে।
তিনি আরও বলেন, আমাদের পাটকে এন্টি ডাম্পিং করা হয়েছে। পাটের যে দাম হওয়া উচিত ভারত তার চেয়ে কম দামে পাট রপ্তানী করে আমাদের বাজার নষ্ট করেছে। আমরা সেই বাজার ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এরপর বাণিজ্য মন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় পীরগাছা-কাউনিয়ায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
রেডিওটুডে নিউজ/এসবি