
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বাবু বিজয় কুমার রায় (ফাইল ছবি)
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বাবু বিজয় কুমার রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
মঙ্গলবার এক শোকবার্তায় মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বাবু বিজয় কুমার রায় ছিলেন একজন সর্বজন শ্রদ্ধেয় নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে কালীগঞ্জ তথা লালমনিরহাট জেলায় বিশাল শুণ্যতার সৃষ্টি হলো।
মন্ত্রী প্রয়াত অধ্যাপক বাবু বিজয় কুমার রায়-এর আত্মার কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বাবু বিজয় কুমার রায় গত শনিবার রাত সাড়ে ১১ টায় কালীগঞ্জের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রেডিওটুডে নিউজ/এমএস/ইকে/এসবি