
প্রতীকী ছবি
নীলফামারীর সৈয়দপুরে ট্রাক চাপ পথচারী তিন পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জাহাঙ্গীর হোসেন (৫৫), রবিউল ইসলাম (৫০) এবং আলম হোসেন (৫০)। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলায়। সৈয়দপুর থানার পরিদর্শক মো. আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার দিকে ওই তিন পরিবহন শ্রমিক সড়ক পার হচ্ছিলেন। তখন টার্মিনালমুখী একটি খালি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পরিবহন জাহাঙ্গীর হোসেন মারা যান।
তার দুই সহযোগী রবিউল ইসলাম ও আলম হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সৈয়দপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর থানার পরিদর্শক মো. আবুল হাসনাত খান বলেন, ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর হোসেনের এবং হাসপাতাল থেকে রবিউল ইসলাম ও আলম হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
রেডিওটুডে নিউজ/ইকে