শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

বাজারে এলো ফায়ার বোল্ডের বিশেষ ইয়ারবাড

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৭, ১৭ জানুয়ারি ২০২৩

Google News
বাজারে এলো ফায়ার বোল্ডের বিশেষ ইয়ারবাড

সংগৃহীত ছবি

বিশ্বের ওয়্যারলেস ইয়ারবাড এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়ে চলেছে। ছোটখাটো কোম্পানি থেকে শুরু করে বিশ্বের নামিদামি সকল কোম্পানি সবাই ব্যস্ত স্মার্ট সকল পণ্য তৈরিতে। ফিচার এবং দামের উপর ভিত্তি করে জনপ্রিয়তা বাড়ছে ইয়ার বাডের।

বর্তমানে সকল কোম্পানিগুলো এখন কতক্ষণ ইয়ারবাড স্বাচ্ছন্দে পড়ে থাকা যাবে সেদিকেও  লক্ষ্য রাখছে। ফায়ার বোল্ড এবার ভারতীয় বাজারে নিয়ে এলো গেমারদের জন্য বিশেষ এয়ারবাডস। ফায়ার পটস নিনজা ৬০১ নতুন এই ইয়ারবাডটি গেমারদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বলে জানানো হয়।

একবার চার্জে এয়ারবাডটিতে ৩০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি থাকবে। এছাড়াও এতে রয়েছে সামান্য বাঁকানো ইয়ার্কিট এবং শক্তভাবে কানে আটকে থাকার জন্য একটি হুক।

শুধু তাই নয় ব্যবহারকারীরা টাচ কন্ট্রোলের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এর চার্জিং কেসের উপরে রয়েছে লাইট এর ইন্ডিকেটর।
হোয়াইট এবং ব্লাক এই দুটি কালার অপশনে বাজারে এসেছে এই নতুন এয়ারবাডটি। ভারতের বাজারে এটি দাম পড়বে ১২৯৯ টাকা। এবং বাংলাদেশি মূল্যে যার দাম পড়বে মাত্র ১৬৬২ টাকা।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের