বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

পিএসজিকে হারিয়ে ফরাসী সুপার কাপের চ্যাম্পিয়ন লিল

রেডিও টুডে ডেস্ক

প্রকাশিত: ২০:৪৬, ২ আগস্ট ২০২১

আপডেট: ২১:৩৮, ২ আগস্ট ২০২১

Google News
পিএসজিকে হারিয়ে ফরাসী সুপার কাপের চ্যাম্পিয়ন লিল

তারকা দু্ই ফরোয়ার্ড নেইমার-কিলিয়ান এমবাপ্পেদের ছাড়া খেলতে নেমে মৌসুমের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হলো না পিএসজির। প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রাখা পিএসজির ১০ টি শটের তিনটি ছিলো লক্ষ্যে

বিপরীতে লিলের আট শটের চারটি ছিলো লক্ষ্যে। বিরতির ঠিক আগে ম্যাচের একমাত্র গোলটি করেন শেকা। সতীর্থের ব্যাকপাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার। ফলে ইসরাইলের তেল আবিবে রোববার রাতে ১-০ গোলে জিতেছে গতবারের লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

এপ্রিলে লিগে ফিরতি দেখায় তাদের মাঠে একই ব্যবধানে জিতেছিল লিল। গত মৌসুমে লিগে লিলের বিপক্ষে দুবার খেলে একবারও জিততে পারেনি পিএসজি। অ্যাওয়ে ম্যাচে ড্র করার পর হেরেছিল ঘরের মাঠে। পরে তাদের কাছেই হারায় লিগ ওয়ানের মুকুট।

কোপা আমেরিকার ফাইনালের পর ছুটি থেকে ফিরেছেন নেইমার, আনহেল ডি মারিয়ারা। এর আগে থেকেই অখণ্ড অবসর থাকা এমবাপেও ফিরেছেন অনুশীলনে। তবে তিন তারকাকে ম্যাচে নামাননি পিএসজি কোচ।

গত মৌসুমে অনেকটা চমকে দিয়েই লিগ জিতেছিল লিল। দলটা এতটাই অপ্রতিরোধ্য ছিল যে, দুই লিগ ম্যাচের একটিতেও তাদের হারাতে পারেনি পিএসজি, শেষ ম্যাচে গিয়েছিল হেরেই। 

নেইমার, এমবাপেদের নিয়েই যেখানে পারেনি, তাদের ছাড়া তো কাজটা আরও কঠিনই হওয়ার কথা পিএসজির। হয়েছেও তাই, ‘অসাধ্য’ সাধন করতে পারেনি পিএসজি।

রেডিওটুডে নিউজ/এমএম/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের