শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

অলিম্পিকে মেয়েদের ১০ হাজার মিটার দৌড়ে স্বর্ণ জিতলেন সিফান হাসান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৩৯, ৮ আগস্ট ২০২১

আপডেট: ০৪:৪৫, ৮ আগস্ট ২০২১

Google News
অলিম্পিকে মেয়েদের ১০ হাজার মিটার দৌড়ে স্বর্ণ জিতলেন সিফান হাসান

ছবি: অলিম্পিক

টোকিও অলিম্পিকে মেয়েদের ১০ হাজার মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন নেদারল্যান্ডসের সিফান হাসান। ২৯ মিনিট ৫৫ দশমিক তিন দুই সেকেন্ড সময় নিয়ে দৌড় সম্পন্ন করেন তিনি। এ নিয়ে টোকিও অলিম্পিকে দুটি স্বর্নসহ তিনটি পদক জিতলেন সিফান।

ওয়াটার পোলোতে স্পেনকে হারিয়ে টানা তৃতীয় স্বর্ণ জিতেছে যুক্তরাষ্ট্র। সাইক্লিংয়ে ছেলেদের ম্যাডিসন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন ডেনমার্কের ল্যাসে নরম্যান হানসেন ও মিকাইল নরকভ।

রিবনের ওপর মেয়েদের রিদমিক জিমনাস্টিকসে স্বর্ণ জয় করেছেন ইসরাইলের লিনয় আশরাম। এছাড়া বাস্কেটবলে টানা চতুর্থবারের মতো অলিম্পিক সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। আর ছেলেদের ফ্লাইওয়েট বক্সিংয়ে স্বর্ণ জিতেছেন ব্রিটেনের গালাল ইয়াফাই।

রেডিওটুডে নিউজ/ইকে/এসআই

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের