ইউরোপা লীগে সপ্তমবার চ্যাম্পিয়ন সেভিয়া

শুক্রবার,

০৭ নভেম্বর ২০২৫,

২৩ কার্তিক ১৪৩২

শুক্রবার,

০৭ নভেম্বর ২০২৫,

২৩ কার্তিক ১৪৩২

Radio Today News

ইউরোপা লীগে সপ্তমবার চ্যাম্পিয়ন সেভিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯, ১ জুন ২০২৩

Google News
ইউরোপা লীগে সপ্তমবার চ্যাম্পিয়ন সেভিয়া

রোমাকে হারিয়ে চ্যাম্পিয়ন সেভিয়া

ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট ইউরোপা লিগকে। এই টুর্নামেন্টের রাজা বলা হয় স্প্যানিশ ক্লাব সেভিয়াকে। কারণ, ছয়বার ফাইনাল খেলে ইউরোপা লিগের ছয়বারই শিরোপা জিতেছে সেভিয়া। হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় (বুধবার) রাতে সেই চিরচেনা ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে রোমার বিপক্ষে মুখোমুখি হয়েছিল তারা। 

ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেই পেনাল্টি শুটআউটে চরম নাটকীয়তা ও রোমাঞ্চ শেষে  ৪-১ গোলের জয়ে সপ্তমবারের মতো ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হলো সেভিয়া। এদিন রোমার পক্ষে গোল করেন পাওলো দিবালা। এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মরিনহোর দল রোমা। 

দ্বিতীয়ার্ধে মাঠে নিজেদের চিরচেনা রূপে ফিরে আসে সেভিয়া। নিজের প্রথম গোলের দেখা পেয়ে যায় রোমার গিয়ানলুকা মানচিনির করা আত্মঘাতী গোলে। আর এতে ১-১ এ সমতা ফিরে ম্যাচে। 

শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটেই যেন সব নাটকীয়তা। আর শেষে ৪-১ গোলে টাইব্রেকার জিতে সেভিয়ার শিরোপা নিশ্চিত হয়।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের