শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৫ চৈত্র ১৪৩০

Radio Today News

এশিয়া রাগবির টপ-৪ এ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:৪০, ৩ জুলাই ২০২১

Google News
এশিয়া রাগবির টপ-৪ এ বাংলাদেশ

প্রতীকী ছবি

২০২০ সালে করোনা ভাইরাস (কোভডি-১৯) প্রাদুর্ভাবের পরস্থিতির মধ্যে বাংলাদশে রাগবির মাস্ক বিতরণ, ত্রান বিতরণ, র্কোস পরিচালনা এবং বিভিন্ন র্টুনামন্টে আয়োজন এর মাধ্যমে রাগবি উন্নয়নে অসামান্য কৃতিত্ব রাখার জন্য এশিয়া রাগবির শীর্ষ ৪ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম।

ক্যারক্টোর পুরস্কারে জন্য ৩৪টি দেশ থেকে চারটি দেশকে নির্বাচন করে এশিয়া রাগবি। বাংলাদেশের সাথে বাকি দেশগুলো হল, ইরান লেবানন ও শ্রীলঙ্কা। 

শনিবার বাংলাদেশ রাগবি ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ২৮ জুন এশিয়া রাগবি কাউন্সিল এ ঘোষণা করে। 
 
অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদশে রাগবি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ।

উল্লখ্যে একমাত্র বাংলাদেশ রাগবি করোনা কাপ রাগবি প্রতিযোগিতা-২০২০ আয়োজন করায় এশিয়া রাগবিতে প্রশংসিত হয়েছে।
 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের