শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

টানা নয় ম্যাচে অধরা ব্রাজিল, ৩-১ গোলে হারালো ভেনেজুয়েলাকে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৬, ৮ অক্টোবর ২০২১

Google News
টানা নয় ম্যাচে অধরা ব্রাজিল, ৩-১ গোলে হারালো ভেনেজুয়েলাকে

সংগৃহীত ছবি

ভেনেজুয়েলাকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রাখলো ব্রাজিল। স্বাগতিক ভেনেজুয়েলার মাঠে শুরুতেই পিছিয়ে পড়ার পর কোনভাবেই যেন গোলের পথ পাচ্ছিল না ব্রাজিল। তবে শেষ দিকে ঠিকই ঘুরে দাঁড়ায় তিতের দল। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৩-১ গোলে জিতেছে ব্রাজিল। চলতি আসরে ৯ ম্যাচে এটি তাদের নবম জয়।

ম্যাচের একাদশ মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায় ভেনেজুয়েলা। ডান দিক থেক সোতেলদোর চমৎকার ক্রস পেনাল্টি স্পটের কাছে ঠেকানোর চেষ্টায় ভারসাম্য হারিয়ে পড়ে যান মার্কুইনহেস ও ফাবিনহো। অরক্ষিত হয়ে পড়া এরিক রামিরেস বাকিটা সারেন অনায়াসে। তেমন কিছুই করার ছিল না গোলরক্ষক আলিসনের।

৫০তম মিনিটে ডি-বক্সের কাছেই প্রতিপক্ষের একজনকে পাস দিয়ে বিপদ ডেকে এনে আনেন আলিসন। লিভারপুল গোলরক্ষকের ভাগ্য ভালো সুযোগ কাজে লাগাতে পারেনি ভেনেজুয়েলা।

৭১তম মিনিটে সমতা আনেন মার্কুইনহেস। রাফিনিয়ার কর্নারে সবার উপর লাফিয়ে জোরালো হেড করেন তিনি। কাছেই ছিলেন গোলরক্ষক, কিন্তু বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি তিনি। লক্ষ্যে এটাই ছিল ব্রাজিলের প্রথম শট। ৮৫তম মিনিটে সফল স্পট কিকে ব্রাজিলকে এগিয়ে নেন বারবোসা। তাকেই অস্কার গনসালেস ফাউল করায় পেনাল্টি পেয়েছিল সফরকারীরা।

ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন এন্থনি। রাফিনিয়ার কাটব্যাকে গোলমুখে বল পেয়ে যান তিনি। গোলরক্ষক শট কোনোমতে ফিরিয়ে দিলেও ফিরতি বলে ঠিকানা খুঁজে নেন কিছুক্ষণ আগে মাঠে আসা এই ফরোয়ার্ড।

এখন পর্যন্ত ৯ ম্যাচে টানা ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্তিশালী করেছে ব্রাজিল। সেই সাথে সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করার আরও কাছে পৌঁছে গেছে তিতের দল।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের