রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

Radio Today News

মারাকানায় ফের ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:০৭, ২২ নভেম্বর ২০২৩

আপডেট: ১২:২৪, ২২ নভেম্বর ২০২৩

Google News
মারাকানায় ফের ব্রাজিলকে হারালো আর্জেন্টিনা

ফুটবলের দুই ‘চিরশত্রুর’ লড়াই শুরুর আগেই গ্যালারিতে ছড়ালো উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে শুরু হলো আর্জেন্টিনা সমর্থকদের উপর লাঠিচার্জ। গ্যালারির উত্তেজনা পরে ছড়ালো মাঠেও। যেখানে বল দখলে এগিয়ে আর্জেন্টিনা, ফাউলে ব্রাজিল। বিশ্ব চ্যাম্পিয়নদের সহজাত খেলাই খেলতে দিল না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফাউলের ছড়াছড়ির ম্যাচে শেষ পর্যন্ত দশজনের দলে পরিণত হল ব্রাজিল। আর আর্জেন্টিনা মাঠ ছাড়ল নিকোলাস ওতামেন্দির গোলে উল্লাস করতে করতে।

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ছটায়। মারামারি হট্টগোলে মাঠ ছেড়ে উঠে গিয়েছিলেন লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। ফিরে এসে তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের হারায় ১-০ গোলে।

ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে দুই দলের সমর্থকদের মাঝে শুরু হয় হাতাহাতি-মারামারি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এসে আর্জেন্টাইন সমর্থকদের উপর চড়াও হয়। শুরু করে তুমুল লাঠিচার্জ। বিষয়টি মেনে নিতে না পেরে গ্যালারির দিকে সমর্থকদের রক্ষায় ছুটে যান মেসিসহ দলের অন্যরাও। এরপর সতীর্থদের নিয়ে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান মেসি।

প্রায় আধা ঘণ্টা পর শুরু হয় খেলা। সবকিছু দারুণভাবে সামল দিলেন মেসি। মাঠে আলো ছড়ালেন গোলরক্ষক মার্তিনেস। ওতামেন্দির গোলের আগে-পরে তার দুর্দান্ত সব সেভে চিরপ্রতিদ্বন্দ্বী দলের শিবির থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে ফিরল আর্জেন্টিনা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের