শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪,

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪,

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

পাঞ্জাবকে টপকে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারকে নিলো লক্ষ্ণৌ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪০, ২৪ নভেম্বর ২০২৪

আপডেট: ২০:০২, ২৪ নভেম্বর ২০২৪

Google News
পাঞ্জাবকে টপকে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারকে নিলো লক্ষ্ণৌ

আইপিএলের মেগা নিলামে রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। তাকে জেদ্দায় অনুষ্ঠেয় নিলাম থেকে ২৭ কোটি রুপি দিয়ে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার এখন তিনি। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। 

পান্তের আগে নিলামে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে কেনে পাঞ্জাব কিংস। তাকে এবার ছেড়ে দিয়েছে কলকাতা। তিনি সোল্ড আউট হতেই আপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েন। কিন্তু পরেই তা ভেঙে দিয়েছেন পান্ত।

নিলামের আগে লক্ষ্ণৌ নিকোলাস পুরানকে ২১ কোটি, রবি বিষ্ণয়কে ১১ কোটি, মায়াঙ্গ যাদবকে ১১ কোটি, মহসিন খানকে ৪ কোটি ও আয়ূশ বাদানিকে ৪ কোটি রুপিতে ধরে রেখেছে। 

নিলামের আগে হেনরিক ক্লাসেনকে ২৩ কোটি রুপিতে ধরে রাখে সানরাইজার্স হায়দরাবাদ। তিনি নিলামে না উঠলেও আইপিএল ইতিহাসের দ্বিতীয় দামী ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েন। যে রেকর্ড টিকল না মেগা নিলামে। 

এবারের নিলামে আগে আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন মিশেল স্টার্ক। ভারতে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর তার দাম তরতর করে বেড়ে যায়। কলকাতা নাইট রাইডার্স তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল। স্টার্ক বেশ খরুচে হলেও শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল কলকাতা।  

আইপিএলের মেগা নিলামের শুরুতেই বাজিমাত করেছে পাঞ্জাব সুপার কিংস। প্রথমে বাঁ-হাতি পেসার আর্শদ্বীপকে ১৮ কোটি রুপি দিয়ে কিনেছে তারা। পরে নিয়েছে শ্রেয়াস আইয়ারকে। এবারের নিলামে সবচেয়ে বেশি বাজেট ১১০ কোটি ৫০ লাখ রুপি বাজেট আছে পাঞ্জাবের। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের