শুক্রবার,

১৯ সেপ্টেম্বর ২০২৫,

৪ আশ্বিন ১৪৩২

শুক্রবার,

১৯ সেপ্টেম্বর ২০২৫,

৪ আশ্বিন ১৪৩২

Radio Today News

এশিয়া কাপ ২০২৫

সুপার ফোরে বাংলাদেশের ম্যাচ কবে, কখন?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫০, ১৯ সেপ্টেম্বর ২০২৫

Google News
সুপার ফোরে বাংলাদেশের ম্যাচ কবে, কখন?

২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টির গ্রুপপর্বে আরও একটি ম্যাচ বাকি আছে। তবে এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে সুপার ফোরের চার দলের নাম আর ম্যাচের সূচি। ফলে শুক্রবার ভারত আর ওমানের ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা।

গত রাতে আবুধাবিতে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। এতে বিদায় নিয়েছে আফগানরা, আর নিশ্চিত হয়েছে বাংলাদেশের সুপার ফোর। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান।

চার দল নিয়ে সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর, চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। ফাইনাল নির্ধারিত ২৮ সেপ্টেম্বর। প্রত্যেক দল অন্য তিন প্রতিপক্ষের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। সেই হিসেবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশও খেলবে তিন ম্যাচ।

বাংলাদেশের সুপার ফোর অভিযানের প্রথম ম্যাচ আগামীকাল (শনিবার) দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। একই মাঠে ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে নামবে টাইগাররা। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের