বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

তলিয়ে গেছে রানওয়ে, ওসমানী বিমানবন্দর বন্ধ ঘোষণা

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩১, ১৭ জুন ২০২২

Google News
তলিয়ে গেছে রানওয়ে, ওসমানী বিমানবন্দর বন্ধ ঘোষণা

মাস না পেরোতেই দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে বৃহত্তর সিলেট। ইতোমধ্যে সিলেট ও সুনামগঞ্জ শহর পানির নিচে তলিয়ে গেছে। ক্রমেই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। এ অবস্থায় সিলেটের ওসমানী বিমানবন্দরের রানওয়ে তলিয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে দেশ-বিদেশের বিমান যোগাযোগ স্থগিত করা হয়েছে।  

শুক্রবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, বন্যার পানি ইতোমধ্যেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে চলে এসেছে। ফলে আর কোনো ফ্লাইটের অবতরণ কিংবা উড্ডয়ন সম্ভব হচ্ছে না। বিকেল ৪টা থেকে বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। 

এদিকে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় সিলেটে বানভাসি মানুষকে উদ্ধারে কাজ শুরু করছে সেনাবাহিনী। 

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার সাদাত বলেন, বানভাসি মানুষকে উদ্ধার করা আমাদের প্রথম চ্যালেঞ্জ। যেভাবে পানি বাড়ছে তা অবশ্যই চিন্তার বিষয়। বন্যাকবলিত অঞ্চলে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম কাজ করছে। 

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের