রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

রোববার,

১১ মে ২০২৫,

২৮ বৈশাখ ১৪৩২

Radio Today News

সিলেটে ট্রলারের ধাক্কায় পুলিশের নৌকাডুবি, হারিয়ে গেছে অস্ত্র

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ০৩:৫০, ১ জুলাই ২০২২

Google News
সিলেটে ট্রলারের ধাক্কায় পুলিশের নৌকাডুবি, হারিয়ে গেছে অস্ত্র

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার চেঙ্গেরখালে ট্রলারের ধাক্কায় পুলিশের টহলরত একটি নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে এ ঘটনার পর নৌকায় থাকা পুলিশ সদস্যরা সাঁতার কেটে তীরে উঠলেও তাদের ব্যবহৃত শর্টগান ও চাইনিজ রাইফেল খোয়া গেছে বলে দাবি করা হচ্ছে। 

বিষয়টি গণমাধ্যমকে করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার চেঙ্গেরখাল নদীতে নৌকাযোগে পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় পুলিশের নৌকায় একটি ট্রলার ধাক্কা দিলে মুহূর্তেই তা পানিতে তলিয়ে যায়।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান ঢাকা পোস্টকে বলেন, কোম্পানীগঞ্জে প্রতিদিনই নৌকাযোগে পুলিশের নিয়মিত টহল চলে। আজও টহল চলাকালে একটি ট্রলার ধাক্কা দেয়। এতে পুলিশ সদস্যদের বহনকারী নৌকা ডুবে যায়। এ ঘটনার পর তিন পুলিশ সদস্য সাঁতার কেটে তীরে উঠতে পারলেও তাদের ব্যবহৃত একটি শর্টগান ও একটি চাইনিজ রাইফেল পানিতে পড়ে যায়। আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করতে ডুবুরিদের তৎপরতা অব্যাহত রয়েছে।

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের