বাংলাদেশের উত্তরের জেলার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই-তিন দিনে দেশের বিভিন্ন এলাকার তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামী তিনদিন দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম

