শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪,

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

১৪ ডিসেম্বর ২০২৪,

৩০ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

কমেনি আলু-পেঁয়াজের দাম, বোতলজাত সয়াবিন তেলের সংকট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৯, ২৯ নভেম্বর ২০২৪

Google News
কমেনি আলু-পেঁয়াজের দাম, বোতলজাত সয়াবিন তেলের সংকট

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিয়েছে সরকার, কিন্তু তাতেও কমছে না নিত্যপণ্যের দাম বাড়ছে ঘাটতি। সরকারের পক্ষ থেকে দাবি স্বস্তি ফিরেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের, তবে বাজার ঘুরে দেখা গেছে, কমেনি আলু-পেঁয়াজের দাম। বরং আমদানি শুল্ক কমানোর পরেও সংকট বোতলজাত সয়াবিন তেলে।

অতিরিক্ত বৃষ্টি ও বন্যার কারণে এ বছর আলুর বীজ লাগাতে দেরি করেছেন কৃষকেরা। অন্যদিকে মজুত করা পুরোনো আলুর সংগ্রহও শেষের দিকে। এ সুযোগে প্রায় এক মাস ধরে বাড়তি দামে আলু বিক্রি করছেন হিমাগার পর্যায়ের ব্যবসায়ীরা, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। গত সপ্তাহের থেকে আলু কেজিতে বেড়েছে ২০ টাকা।

সপ্তাহখানেক আগেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট ছিল। এরপর সরকার ভোজ্যতেল আমদানিতে মূল্য সংযোজন কর কমালে সরবরাহ কিছুটা বাড়ে। তবে তিন-চার দিন ধরে বোতলজাত সয়াবিনের সরবরাহ আবার কমেছে। বাজার তদারকি না থাকায় দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি বলছেন ক্রেতারা।

ভোক্তা-সংশ্লিষ্টরা বলছেন, শুল্ক কমিয়ে দায় সারলে হবে না। এর সুফল ক্রেতা পাচ্ছে কিনা, সেটি সরকারকে নিশ্চিত করতে হবে। সে জন্য পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, বাজার তদারকি চলমান রাখা এবং টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির আওতা বাড়াতে হবে।

এদিকে, খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশে। শীতকালীন সবজি আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও আমদানি ততটা বাড়েনি। সরবরাহ ঘাটতি হওয়ায় অপরিবর্তীত আছে সবজির দাম।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের