যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার মেট্রিক টন গম

শুক্রবার,

০৫ ডিসেম্বর ২০২৫,

২১ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

০৫ ডিসেম্বর ২০২৫,

২১ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার মেট্রিক টন গম 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৪, ৫ ডিসেম্বর ২০২৫

Google News
যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার মেট্রিক টন গম 

মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গমবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয় আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ইতোমধ্যে সরকার-টু-সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম শুরু করেছে । এই চুক্তির আওতায় মোট চার লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির লক্ষ্যে চারটি চালানে গম বাংলাদেশে আসবে। প্রথম চালান হিসেবে ২৫ অক্টোবর ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম, দ্বিতীয় চালান হিসেবে ৩ নভেম্বর ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম এবং তৃতীয় চালান হিসেবে ১৫ নভেম্বর ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।

এবারের চতুর্থ চালানে আমদানিকৃত গমের পরিমাণ ৬১ হাজার মেট্রিক টন। চুক্তি অনুযায়ী মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গমের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে চারটি চালানে এখন পর্যন্ত দুই লাখ ৩৯ হাজার ৫৮৬ মেট্রিক টন গম বাংলাদেশে এসেছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে। নমুনা পরীক্ষার পর গম দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের