রোববার,

০৫ মে ২০২৪,

২২ বৈশাখ ১৪৩১

রোববার,

০৫ মে ২০২৪,

২২ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইলিশের পেটে এখনও ডিম আসেনি, নিষেধাজ্ঞা পিছানোর দাবি

উত্তম হালদার, পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০২৩

Google News
ইলিশের পেটে এখনও ডিম আসেনি, নিষেধাজ্ঞা পিছানোর দাবি

সংবাদ সম্মেলনের ছবি

ইলিশের পেটে এখনও ডিম আসেনি। তাই সরকারী  নির্ধারিত ১২ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞার সময়সীমা পিছিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। 

মঙ্গলবার দুপুরে পটুয়াখালী কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দর আড়ৎ মালিক সমবায় সমিতি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মাসুম বেপারী। এসময় মহিপুর বন্দর আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজা ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবসহ বন্দরের মৎস্য ব্যবসায়ী ও জেলেরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলেন, সরকারের প্রানী ও মৎস্য মন্ত্রণালয় ইলিশ রক্ষার্থে ও ইলিশ প্রজননের জন্য প্রতি বছরের ন্যায় এ বছরও আগামী ১২ ই অক্টোবর ২২ দিন অবরোধ ধার্য করেছে। বর্তমানে সাগরে কোন রকম বড় ইলিশ নাই বললেই চলে। আর যে সকল মাছ ধরা পড়ছে তাতে এখন পর্যন্ত কোন ডিম আসেনি। 

তাই ১২ অক্টোবরের পরিবর্তে ৩০ অক্টোবর থেকে অবরোধ ধার্য করা হলে মা ইলিশের পেটে ডিম পরিপক্ক হবে। সময়সীমা পেছালে একদিকে যেমন ইলিশের উৎপাদন বাড়বে তেমনি জেলেরাও লাভবান হবে বলে সংবাদ সম্মেলনে ব্যবসায়িরা দাবি করেন।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের