বৃহস্পতিবার,

১১ সেপ্টেম্বর ২০২৫,

২৬ ভাদ্র ১৪৩২

বৃহস্পতিবার,

১১ সেপ্টেম্বর ২০২৫,

২৬ ভাদ্র ১৪৩২

Radio Today News

ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৫, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:৪৮, ১০ সেপ্টেম্বর ২০২৫

Google News
ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ফরিদপুর-৪ আসনে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে পার্শ্ববর্তী ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) সংসদীয় আসনের সঙ্গে যোগ করে গেজেট প্রকাশের প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে মহাসড়ক অবরোধ চলছে। ফলে ঢাকা-বরিশাল, ঢাকা-খুলনা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়ক সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে সকাল থেকে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার যাতায়াত ব্যবস্থা বন্ধ রয়েছে।

জানা যায়, স্থানীয়দের উদ্যোগে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-গোপালগঞ্জ-খুলনা মহাসড়ক, সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক এবং সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেন স্থানীয়রা। এসময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে এবং মহাসড়কে অবস্থান করে তাদের দাবি জানান।
 
খোঁজ নিয়ে জানা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ, নোয়াপাড়া, মাধবপুর ও হামিরদী, মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া এবং ভাঙ্গা পৌরসভার হাসপাতাল মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন। এর ফলে অসংখ্য গাড়ি আটকা পড়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘ভাঙ্গায় সকাল থেকে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ভাঙ্গার দুটি ইউনিয়ন কেটে পাশের আসনে নিয়ে যাওয়ার প্রতিবাদে স্থানীয়রা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন। সকাল সাড়ে ৭টায় ঢাকা-খুলনা মহাসড়ক, সকাল পৌনে ৮টায় ফরিদপুর-বরিশাল মহাসড়ক এবং সকাল ৯টা ২০ মিনিট থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের