
গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে কুড়িগ্রাম সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে দুই কোটি ১১ লাখ ছয় হাজার ৩৫০ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। এ সময় দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামের বাচ্চু রহমানের ছেলে মমিনুল ইসলাম (২৪) ও একই উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাবলু মিয়ার ছেলে মো. হুমায়ুন কবির (২০)।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি এসব তথ্য জানান।
জব্দ করা পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো ১২৫টি ভারতীয় গবাদি পশু (গরু ও মহিষ), ৬৩৫ বোতল ভারতীয় মদ, ১৪৫ কেজি গাঁজা, ৭৭২ পিস ইয়াবা, ৫৫৯ কেজি জিরা, ১৯০ কেজি চিনি এবং ৪৯৬ পিস পোশাক।
এছাড়া অভিযানে ৭৯ হাজার ভারতীয় রুপি, ৪৫হাজার ১৫০ পিস চকলেট বাজি এবং বেশ কিছু প্রসাধন সামগ্রী।
সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীর নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম