বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫,

৯ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫,

৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

রূপগঞ্জে তেলের গোডাউনে আগুন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০৩, ২১ সেপ্টেম্বর ২০২৫

Google News
রূপগঞ্জে তেলের গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলভর্তি ড্রাম রাখার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে রাখা পেট্রোল, ডিজেল, অকটেন এবং মবিল ভর্তি অর্ধশতাধিক ড্রাম পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উপজেলার গন্ধর্বপুর নুরুল হক মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যবসায়ী আনিস দীর্ঘদিন ধরে উপজেলার গন্ধর্বপুর নুরুল হক মার্কেট এলাকায় একটি দোকানে পেট্রল, কেরোসিন, মবিল, ব্যাটারি ও ডিজেলের ব্যবসা করে আসছেন। রবিবার রাত ৮টার দিকে হঠাৎ দোকানের পেছনে তেলের গোডাউনে আগুনের লেলিহান শিখা দেখা যায়। এ সময় বাড়ির লোকজন দৌড়ে বাইরে চলে আসেন।

আগুনের তীব্রতা বেড়ে তেলের ২০-২৫টি ড্রাম বিস্ফোরিত হয়। এ সময় আগুন ছড়িয়ে দুই তলার একটি বাসারও আংশিক পুড়ে গেছে।
কাঞ্চন নদী ফায়ার সার্ভিস ওয়ার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় গোডাউনের তেল ও মবিল ভর্তি ড্রামসহ গোডাউন পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের