বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫,

৯ আশ্বিন ১৪৩২

বৃহস্পতিবার,

২৫ সেপ্টেম্বর ২০২৫,

৯ আশ্বিন ১৪৩২

Radio Today News

টঙ্গিতে ভয়াবহ আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩ ফায়ার ফাইটার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৭, ২২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:২১, ২২ সেপ্টেম্বর ২০২৫

Google News
টঙ্গিতে ভয়াবহ আগুন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩ ফায়ার ফাইটার

 গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের একটি সেমিপাকা টিনশেড কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের তিনজন ফায়ারফাইটার ও একজন অফিসারসহ মোট চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আরেকজনকে ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২৯ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, আহতদের মধ্যে ফায়ার ফাইটার নুরুল হুদা ও জয় হাসানকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং অফিসার জান্নাতুল নাঈমকে ৫টা ১০ মিনিটে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপর আহত সদস্যকেও চিকিৎসার জন্য সেখানে নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কেমিক্যাল মজুত থাকার কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করে এবং তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযান অব্যাহত রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের