
গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানার আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ারফাইটার নুরুল হুদা (৩৮) মারা গেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে নিয়ে টঙ্গীর কেমিক্যাল কারখানার দুর্ঘটনায় ২ ফায়ারফাইটারের মৃত্যু হলো।
গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে গেলে একাধিক ফায়ারফাইটার দগ্ধ হন। এদের মধ্যে ফায়ারফাইটার নুরুল হুদা মারাত্মকভাবে দগ্ধ (১০০% বার্ন) হয়েছিলেন এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রেডিওটুডে নিউজ/আনাম