পাইপলাইন রক্ষণাবেক্ষণে ঢাকা-গাজীপুরে গ্যাস সরবরাহ বন্ধ

শুক্রবার,

০৭ নভেম্বর ২০২৫,

২৩ কার্তিক ১৪৩২

শুক্রবার,

০৭ নভেম্বর ২০২৫,

২৩ কার্তিক ১৪৩২

Radio Today News

পাইপলাইন রক্ষণাবেক্ষণে ঢাকা-গাজীপুরে গ্যাস সরবরাহ বন্ধ 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪০, ৭ নভেম্বর ২০২৫

Google News
পাইপলাইন রক্ষণাবেক্ষণে ঢাকা-গাজীপুরে গ্যাস সরবরাহ বন্ধ 

পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত মোট ২২ ঘণ্টা ঢাকা ও গাজীপুরের বেশ কিছু এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এর আগে বৃহস্পতিবার তিতাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়টি জানায়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। 

নির্ধারিত সময়ের আগেই শুক্রবার সকাল ৬টা থেকে সাভার অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা বিপাকে পড়েছেন এবং গ্যাস না থাকায় অনেক এলাকায় রেস্টুরেন্টে সকালে নাশতার জন্য ভিড় দেখা যায়।

রক্ষণাবেক্ষণ কাজের জন্য যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে: কড্ডা, কোনাবাড়ী, জরুন, সুরাবাড়ী, কাশিমপুর, মৌচাক, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈর, শ্রীপুর, নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া ও জিরাবোসহ আশপাশের এলাকা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের