ট্রাম্পের ঘোষণা, আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে কাজাখস্তান

শুক্রবার,

০৭ নভেম্বর ২০২৫,

২৩ কার্তিক ১৪৩২

শুক্রবার,

০৭ নভেম্বর ২০২৫,

২৩ কার্তিক ১৪৩২

Radio Today News

ট্রাম্পের ঘোষণা, আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে কাজাখস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৯, ৭ নভেম্বর ২০২৫

Google News
ট্রাম্পের ঘোষণা, আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে কাজাখস্তান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে করা আব্রাহাম চুক্তিতে যোগ দিতে যাচ্ছে কাজাখস্তান।

বৃহস্পতিবার ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভের সঙ্গে ফোনে কথা বলেছেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, “খুব শিগগিরই এ বিষয়ে স্বাক্ষর অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হবে। আরও অনেক দেশ এই শক্তির চুক্তিতে যোগ দেওয়ার চেষ্টা করছে।”

কাজাখ সরকার এক বিবৃতিতে জানায়, চুক্তিতে যোগ দেওয়ার আলোচনা এখন শেষ পর্যায়ে রয়েছে।

বিবৃতিতে বলা হয়, “আব্রাহাম চুক্তিতে আমাদের যোগদান কাজাখস্তানের পররাষ্ট্রনীতির একটি স্বাভাবিক ও যৌক্তিক ধারাবাহিকতা—যা সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তিতে গড়ে উঠেছে।”

যদিও কাজাখস্তান ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, তবুও এই পদক্ষেপকে প্রতীকী বলে মনে করছেন অনেকেই।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “এটি কেবল কূটনৈতিক সম্পর্ক নয়; আব্রাহাম চুক্তিতে থাকা দেশগুলোর সঙ্গে এটি বিশেষ অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্ব তৈরি করবে।”

বৃহস্পতিবার ট্রাম্প হোয়াইট হাউসে মধ্য এশিয়ার পাঁচ দেশের নেতা—কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে প্রভাব বাড়াতে চায়, যেখানে এতদিন রাশিয়া আধিপত্য বিস্তার করে আসছে এবং সাম্প্রতিক বছরগুলোতে চীনও প্রভাব বিস্তারে সক্রিয় হয়েছে।

ট্রাম্প বলেন, “এখানে উপস্থিত কয়েকটি দেশ শিগগিরই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। সেই ঘোষণা আমরা অল্প সময়ের মধ্যেই দেব।”

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের