ইতিহাসে সর্বোচ্চ বেতন-ভাতা মাস্কের, কত কোটি ডলার?

শুক্রবার,

০৭ নভেম্বর ২০২৫,

২৩ কার্তিক ১৪৩২

শুক্রবার,

০৭ নভেম্বর ২০২৫,

২৩ কার্তিক ১৪৩২

Radio Today News

ইতিহাসে সর্বোচ্চ বেতন-ভাতা মাস্কের, কত কোটি ডলার?

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ৭ নভেম্বর ২০২৫

Google News
ইতিহাসে সর্বোচ্চ বেতন-ভাতা মাস্কের, কত কোটি ডলার?

টেসলার শেয়ারহোল্ডাররা কম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজ অনুমোদন করেছেন। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় কর্পোরেট পেমেন্ট। 

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, বিভিন্ন প্রভাবশালী বিনিয়োগকারীর বিরোধিতা সত্ত্বেও এই অনুমোদন প্রমাণ করে যে, টেসলার শেয়ারহোল্ডাররা এখনও বিশ্বাস করেন রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর নতুন যুগে মাস্ক কম্পানিটিকে সফলভাবে নেতৃত্ব দিতে পারবেন।

বৃহস্পতিবার টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত বার্ষিক শেয়ারহোল্ডার সভায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

সেখানে ৭৫ শতাংশেরও বেশি বিনিয়োগকারী পরিকল্পনাটির পক্ষে ভোট দেন। ফলাফল ঘোষণার পর সভাকক্ষে ‘ইলন, ইলন’ ধ্বনি ওঠে।
এসময় মাস্ক বলেন, ‘ধন্যবাদ, বন্ধুরা।’ এরপর তিনি কম্পানির ‘অপটিমাস’ রোবটের পাশে নেচে বিষয়টি উদযাপন করেন।

মাস্ক ‘অপটিমাস’ রোবটকে কম্পানির ও মানবজাতির ভবিষ্যৎ হিসেবে বর্ণনা করেন। যদিও এটি এখনো ব্যাপক উৎপাদনে যায়নি, তিনি দাবি করেন এটি হবে ‘ইতিহাসের সবচেয়ে বড় পণ্য।’ তিনি বলেন, ‘রোবটগুলো স্বাস্থ্যসেবা থেকে শুরু করে কারাগার পর্যন্ত নানা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।’

মাস্ক এর আগে বলেছিলেন, এই বিশাল বেতন প্যাকেজটি তিনি চান কম্পানির ওপর আরো নিয়ন্ত্রণ রাখতে এবং টেসলার ভবিষ্যৎ ‘রোবট বাহিনী’র ওপর তার শক্তিশালী প্রভাব বজায় রাখতে।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, নভেম্বর পর্যন্ত ইলন মাস্কের নিট সম্পদ ছিল ৪৬০ বিলিয়ন ডলার, যা তাকে বিশ্বের সর্বাধিক ধনী ব্যক্তি বানিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের