বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার,

২৮ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

কানাডায় রাণি এলিজাবেথ ও ভিক্টোরিয়ার মূর্তি ভাঙচুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ৩ জুলাই ২০২১

আপডেট: ১৮:৩১, ৩ জুলাই ২০২১

Google News
কানাডায় রাণি এলিজাবেথ ও ভিক্টোরিয়ার মূর্তি ভাঙচুর

কানাডায় মূর্তি ভাঙচুর ও উল্লাস করে বিক্ষুব্ধরা

কানাডার সাবেক আদিবাসী স্কুলে শিশুদের গণকবরের সন্ধানের পর জনতা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। ফলে দেশটির উইনপেগ শহরে রাণি ভিক্টোরিয়া ও রাণি এলি জাবেথের মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তারা উভয়ের দুটি মূর্তি উপড়ে ফেলেছেন। তারা বলেন, গণহত্যায় কোনো গর্ব নেই।

সম্প্রতি কানাডায় বেশ কয়েকটি আদিবাসী স্কুলে শিশুদের গণকবরের সন্ধান মিলেছে। এই ঘটনায় জনগণের মাঝে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া ও সাসকাচোয়ান প্রদেশে বন্ধ হয়ে যাওয়া ক্ষুদ্র জাতিগোষ্ঠির আবাসিক স্কুলে এখন অবধি এক হাজারের মতো কবরের সন্ধান মিলেছে। ওইসব স্কুলগুলো তৎকালিন ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের অর্থায়নে ক্যাথলিক চার্চদের মাধ্যমে পরিচালিত হতো।

রাণি এলিজাবেথের মূর্তি ভাঙচুর

১৮৩৭ সালে রাণি ভিক্টোরিয়ার শাসনামল থেকে ১৯০১ সাল অবধি কানাডা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীন। যার প্রেক্ষিতে কানাডার সাধারণ মানুষের ভেতরে ক্ষোভ তৈরি হয়। বৃহস্পতিবার (০২ জুলাই) উইনিপেগে রাণি ভিক্টোরিয়ার মূর্তি টেনে নিচে ফেলে দেন বিক্ষুব্ধ জনতা। অনেকেই মূর্তিতে লাথিও মারেন। মূর্তির পাশে নেচে নেচে উল্লাসও করেছেন কেউ কেউ।

এদিকে রাণি ভিক্টোরিয়ার পাশে থাকা ব্র্রিটিশ রাণি এলিজাবেথের মূর্তিটিও ভেঙ্গে গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধরা। কেননা এক সময় কানাডায় ক্ষুদ্র জাতিগোষ্ঠার শিশুদের স্কুলগুলোতে নিপীড়ন করা হতো। গণকবর বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো  এ ধরণের ঘটনাকে লজ্জাজক অধ্যায় বলে অভিহিত করেছেন। তিনি বেদনাময় অতীতের কথা স্মরণ করেন। পাশাপাশি গভীর শোকাহত ও হৃদয় বিদারক দৃশ্য বলে উল্লেখ করেন।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের একজন মুখপাত্র জানিয়েছেন, রাণির মূর্তি অবমাননার নিন্দা জানাচ্ছে ব্রিটিশ সরকার। তবে শিশুদের গণকবরের ঘটনায় কানাডার ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের সাথে আমরা আছি। বিষয়টি তারা গভীরভাবে দেখছে বলে জানিয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের