শেখ হাসিনার পতন আর আর্থিক খাত সংস্কারের খবরে সুদিন ফিরেছে প্রবাসী আয়ে। জুলাইয়ে ধস নামলেও গেল আগস্টে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতিবারের মতো এবারও প্রবাসী আয় সংগ্রহে এগিয়ে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো।
জুলাইয়ে ছাত্র আন্দোলনের মধ্যে ভাটা পড়ে প্রবাসী আয়ে।
১০ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় দেখে বাংলাদেশ। শেখ হাসিনার পদত্যাগ আর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এবার দেখা গেল ভিন্ন চিত্র। সদ্য সমাপ্ত আগস্ট মাসে ২২২ কোটি বা ২ দশমিক ২২ বিলিয়ন ডলার সমপরিমাণের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৬ হাজার ৫৬৭ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুলাইয়ের তুলনায় আগস্টে রেমিট্যান্সের পরিমাণ ১৬ শতাংশ বেশি।
এর আগের মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক জানায়, আগস্ট মাসের প্রথম ২৮ দিনে প্রবাসী আয়ের পরিমাণ ২০৭ কোটি ১০ লাখ ডলার, যা ২০২৩ সালের আগস্ট মাসের একই সময়ে ছিল ১৪৩ কোটি ১০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগস্টের প্রথম ৩ দিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ডলার। আর ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত সময়ে প্রবাসীরা ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। অর্থাৎ এ সময়ে আগের ৩ দিনের চেয়ে ৪ গুণ রেমিট্যান্স পাঠিয়েছেন তারা।
রেডিওটুডে নিউজ/আনাম