শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫,

১৮ আশ্বিন ১৪৩২

শুক্রবার,

০৩ অক্টোবর ২০২৫,

১৮ আশ্বিন ১৪৩২

Radio Today News

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগেও নতুন নিয়ম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:৪৯, ৩০ সেপ্টেম্বর ২০২৫

Google News
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগেও নতুন নিয়ম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষমতাও আর থাকছে না পরিচালনা পর্ষদ বা ‘গভর্নিং বডি’ এবং ‘ম্যানেজিং কমিটি’র হাতে। এর আগে একই প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগের ক্ষমতাও কমিটির কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসব পদে নিয়োগ হবে সরকারের তত্ত্বাবধানে। কোন প্রক্রিয়ায় এবং কোন কর্তৃপক্ষের মাধ্যমে এ নিয়োগ পরিচালিত হবে, তা নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘আগে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগ দিতো ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি। এখন এ পদগুলোতে নিয়োগ দেবে সরকার।’

এনটিআরসিএ চেয়ারম্যান আরো জানান, শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি করেছে, সেটিই ঠিক করবে এ পদগুলোতে কিভাবে এবং কার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

বিষয়টি এনটিআরসিএর হাতে যাবে কি না, নাকি অন্য কোনো সংস্থা করবে—তা এখনো চূড়ান্ত হয়নি।
তিনি আরো বলেন, কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন। এ নিয়োগ প্রক্রিয়ায় কী নীতিমালা বা নিয়ম অনুসরণ করা হবে, সেটিও এই কমিটি নির্ধারণ করবে।

এ সময় তিনি জানান, আপাতত বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।

প্রসঙ্গত, প্রবেশ পর্যায়ের শিক্ষক ও প্রভাষক পদে নিয়োগ সুপারিশ করার দায়িত্ব এনটিআরসিএর হলেও এতদিন প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান ও কর্মচারী নিয়োগের ক্ষমতা ছিল পরিচালনা পর্ষদের হাতে।

গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এক পরিপত্রে বেসরকারি স্কুল ও কলেজের কর্মচারী নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি পদ থেকে ‘গভর্নিং বডি’ ও ‘ম্যানেজিং কমিটি’কে সরিয়ে দিয়ে জেলা প্রশাসককে (ডিসি) এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (মাউশি)।

প্রবেশ পর্যায়ের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানাতেই এ কর্মশালার আয়োজন করে এনটিআরসিএ। এতে অংশ নেন সংস্থাটির সদস্য এরাদুল হক, মুহম্মদ নূরে আলম সিদ্দিকী, পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ, সচিব এ এম এম রিজওয়ানুল হকসহ সংবাদকর্মীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের