রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

রোববার,

০৪ জুন ২০২৩,

২০ জ্যৈষ্ঠ ১৪৩০

Radio Today News
bangas biscuit

আংটি বদল করলেন জনপ্রিয় গায়িকা ঐশী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ৩ এপ্রিল ২০২৩

Google News
আংটি বদল করলেন জনপ্রিয় গায়িকা ঐশী

সংগৃহিত ছবি

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা ঐশী বিয়ের প্রাথমিক ধাপ হিসেবে আংটিবদল করেছেন। তার হবু বরের নাম আরেফিন জিলানী সাকিব। দুজনের আড়াই বছরের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল রোববার রাতে দুই পরিবারের সম্মতিতেই তাদের আংটিবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন ঐশীর মা নাসিমা মান্নান। তিনি জানান, "ওদের পরিচয় ছিল দুই-আড়াই বছরের। দুজনার পছন্দ ছিল। পরে পারিবারিকভাবে আমরা এক হলাম। শুভ কাজের সিদ্ধান্ত নিলাম। সে হিসেবেই অনেকটা হুট করে রাতে ছেলের মা এসে আংটি পরিয়ে যান। পরের আনুষ্ঠানিকতাগুলো আমরা পরিকল্পনা করে সবাইকে জানিয়ে করব। সবার কাছে ওদের নতুন জীবনের জন্য দোয়া চাই।"

বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি বলে জানান নাসিমা মান্নান। ঈদের পর চূড়ান্ত হবে বিয়ের তারিখ। সবাইকে তখন জানানো হবে বলেও জানান তিনি।

গানের পাশাপাশি ঐশী চিকিৎসক হিসেবে রাজধানীর একটি হাসপাতালে কর্মরত। এদিকে তার হবু বর সাকিব নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে একটি ঔষধ কোম্পানিতে চাকরি করছেন।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের