রোববার,

০৫ মে ২০২৪,

২২ বৈশাখ ১৪৩১

রোববার,

০৫ মে ২০২৪,

২২ বৈশাখ ১৪৩১

Radio Today News

বাঙালির মনে বইছে বাসন্তী হাওয়া

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ০২:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০২৩

Google News
বাঙালির মনে বইছে বাসন্তী হাওয়া

বাসন্তী সাজে সজ্জিত নারী

একটা সময়ে বাসন্তী রঙের শাড়ি আর রঙিন পাঞ্জাবিতে বসন্তের আবহটা ফুটে উঠত চোখে পড়ার মতো। তবে যুগের পরিবর্তনের সাথে সাথে কয়েক দশক ধরে বসন্তের পোশাকে এসেছে ছন্দ ময়তা। নগর জীবনের ব্যর্থতার মাঝে কখন যে ঋতুর বদল হয়ে সেটা বুঝতেই পারেনা নগরবাসী।

যানজটের এই শহরে নগরবাসীকেও প্রাণ এনে দেয় বসন্তের এই স্পন্দন। ঋতুরাজ বসন্তকে সামনে রেখে ফ্যাশন ট্রেডেও ব্যাপক প্রস্তুতি চলে শীতের মাঝামাঝি  সময় থেকেই।

আর এই আয়োজনে বাঙালিরা বসন্তের আমেজকে বাঙালিয়ানাই রূপান্তরিত করার প্রয়াস পাই পোশাকে। সে পোশাক শাড়ি, থ্রি পিস,শার্ট কিংবা ফতুয়া পাঞ্জাবিও হতে পারে। আর এসবের সঙ্গে তাল রেখে খোপায় পরতেই হবে রজনীগন্ধা, গাধা, গোলাপ ও জুঁই।

আর এই বসন্ত বরণ কে সামনে রেখেই বেড়ে যাবে বাঙালির শপিংমলে যাওয়ার আনাগোনা। তবে এই চিত্র যে শুধু নগর কেন্দ্রিক তা নয়। আজকাল মফস্বলেও এই চর্চা গড়ে উঠেছে। এই দিনে মফস্বলও ছেয়ে যায় লাল হলুদের ছোঁয়ায়।

এই বসন্তেই ঢাকায় আয়োজিত হয় অমর একুশের বইমেলা। ফলে বসন্ত বরণ যেন নতুন এক মেলায় পরিণত হয়। তাই বসন্ত ও বইমেলা নগরবাসীকে দারুন ভাবে আচ্ছন্ন করে রাখে।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের