শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪,

১৩ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইউক্রেনের গণকবর রুশ যুদ্ধাপরাধের অংশ: জাস্টিন ট্রুডো

রেডিও টুডে ডেস্ক

প্রকাশিত: ২২:০২, ২০ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২২:০৬, ২০ সেপ্টেম্বর ২০২২

Google News
ইউক্রেনের গণকবর রুশ যুদ্ধাপরাধের অংশ: জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ইউক্রেনে পাওয়া গণকবর দেশটিতে চালানো রাশিয়ার যুদ্ধাপরাধের প্রমাণ। এ ধরনের কর্মকাণ্ডের জন্য রাশিয়ার পূর্ণাঙ্গ জবাবদিহিতা প্রয়োজন। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।  এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে দেশটিতে গিয়েছিলেন জাস্টিন ট্রুডো। এসময় সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাস্টিন ট্রুডো বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপে ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়টি তাদের এজেন্ডার শীর্ষে ছিল। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও কথা হয়েছে।

ইউক্রেনের পাশে দাঁড়ানো এবং দেশটিতে রাশিয়ার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্য ও কানাডা দুইটি শক্তিশালী দেশ বলেও উল্লেখ করেন জাস্টিন ট্রুডো। তিনি বলেন, তার দেশ ইউক্রেনকে জোরালোভাবে সমর্থন দিয়ে আসছে এবং এটি অব্যাহত থাকবে।

রেডিওটুডে/ আর এ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের