শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪,

১৪ বৈশাখ ১৪৩১

Radio Today News

সামরিক তৎপরতা নজরদারির জন্য মহাকাশে উপগ্রহ পাঠাবে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ৩০ মে ২০২৩

Google News
সামরিক তৎপরতা নজরদারির জন্য মহাকাশে উপগ্রহ পাঠাবে উত্তর কোরিয়া

আমেরিকা ও তার আঞ্চলিক মিত্রদের সামরিক তৎপরতা নজরদারির জন্য উত্তর কোরিয়া সামনের মাসে মহাকাশে একটি উপগ্রহ পাঠাবে।

বিষয়টি উত্তর কোরিয়া আজ (মঙ্গলবার) নিশ্চিত করেছে। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান রাই পিয়ং চোল এক বিবৃতিতে জানান, সামরিক নজরদারির উপগ্রহ জুন মাসে উৎক্ষেপণ করা হবে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এ খবর দিয়েছে।বিবৃতিতে বলা হয়, আমেরিকা ও তার করদরাজ্যগুলোর বিপজ্জনক সামরিক তৎপরতা নজরদারি করার জন্য উত্তর কোরিয়া এই ব্যবস্থা নিচ্ছে।আমেরিকা ও তার আঞ্চলিক মিত্র দক্ষিণ কোরিয়া এবং জাপান মিলে প্রায়ই কোরিয় উপদ্বীপে সামরিক মহড়া চালায়।

উত্তর কোরিয়া এসব মহড়াকে তার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের রেহার্সেল বলে বিবেচনা করে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের