
বিশ্ববিখ্যাত মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান হাভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) আন্তর্জাতিক ছাত্র ভর্তি স্থগিত করল ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন! বৃহস্পতিবার মার্কিন স্বরাষ্ট্র দফতরের (DHS) তরফে জানানো হয়েছে, হার্ভার্ডের বিরুদ্ধে হিংসা ছড়ানো, ইহুদিবিদ্বেষ অভিযোগ রয়েছে। তাই বিদেশি ছাত্র-ছাত্রী ভর্তি বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলমান তদন্তের অংশ হিসেবে।
মার্কিন স্বরাষ্ট্র সচিব ক্রিস্টি নোয়েম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পাশাপাশি এক্স (পূর্বতন টুইটার)-এ এক পোস্টে তিনি লেখেন, 'প্রশাসন হারভার্ডের কাছে জবাবদিহি চাইছে। ওরা ইহুদিবিদ্বেষ ও নানা রক হিংসায় অভিযুক্ত। চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গেও যোগসাজশ করছে। বিদেশি ছাত্র ভর্তি করানো কোনও অধিকার নয়, এটা এক ধরনের সুবিধা মাত্র।'
তিনি আরও বলেন, 'বিদেশি ছাত্রদের কাছ থেকে চড়া ফি নিয়ে হার্ভার্ড তাদের কোটি কোটি ডলারের তহবিল বাড়াচ্ছে।'
তবে একই চিঠিতে জানানো হয়েছে, যদি হার্ভার্ড ৭২ ঘণ্টার মধ্যে চাহিদামাফিক তথ্য দিতে পারে, তাহলে হয়তো বিশ্ববিদ্যালয়টি Student and Exchange Visitor Program (SEVP) সার্টিফিকেশন পুনরুদ্ধার করতে পারবে এবং আগামী শিক্ষাবর্ষের আগে আবার বিদেশি ছাত্র ভর্তি করতে পারবে।
এই নিষেধাজ্ঞার ফলে হার্ভার্ডে পড়তে থাকা আন্তর্জাতিক ছাত্রদের হয় অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর হতে হবে, নয়তো তাঁদের বৈধ অভিবাসন মর্যাদা হারাতে হতে পারে। এমনটাই জানিয়েছে DHS।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে এই পদক্ষেপকে 'অবৈধ' এবং 'প্রতিশোধমূলক' বলে আখ্যা দিয়ে বলেছে, 'সরকারের এই পদক্ষেপ আইনবিরুদ্ধ। আমরা হার্ভার্ডের আন্তর্জাতিক ছাত্র ও গবেষকদের স্বাগত জানানোর ক্ষমতা অটুট রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ছাত্ররা বিশ্বের ১৪০টিরও বেশি দেশ থেকে আসেন এবং তাঁরা বিশ্ববিদ্যালয় ও এই দেশকে অপরিমেয়ভাবে সমৃদ্ধ করেন।'
এই ঘটনার প্রেক্ষাপট ঘিরেও বিতর্ক তুঙ্গে। গত এপ্রিলেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাভার্ডকে 'জোক' বলে কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিন, 'হার্ভার্ড আর কোনও কাজের শিক্ষাপ্রতিষ্ঠান নয়। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় এদের থাকার প্রশ্নই ওঠে না।' তিনি তখনই হুমকি দিয়েছিলেন, রাজনৈতিক নজরদারি মেনে না চললে হার্ভার্ডকে সরকারি গবেষণার অর্থায়ন থেকে বঞ্চিত করা হবে এবং বিদেশি ছাত্র ভর্তি নিষিদ্ধ করা হবে।
হার্ভার্ডের তথ্য অনুযায়ী, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৬,৮০০ জন আন্তর্জাতিক ছাত্র ভর্তি হয়েছে, যা মোট ভর্তির ২৭%। এর মধ্যে ভারত থেকেই পড়াশোনা করছেন ৭৮৮ জন ছাত্রছাত্রী ও গবেষক।
ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে উচ্চশিক্ষা জগতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক ছাত্র ও গবেষকদের ভবিষ্যৎ এবং বিশ্বজুড়ে হার্ভার্ডের মর্যাদা নিয়েও প্রশ্ন উঠছে।
রেডিওটুডে নিউজ/আনাম