বুধবার,

০৯ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

বুধবার,

০৯ জুলাই ২০২৫,

২৪ আষাঢ় ১৪৩২

Radio Today News

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৪, ৮ জুলাই ২০২৫

Google News
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে গত শুক্রবারের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এখনো কতজন নিখোঁজ রয়েছেন, তা জানা যায়নি বলে সিএনএন জানিয়েছে।

পাঁচ দিন পেরিয়ে গেলেও উদ্ধারকারী দলগুলো কাদামাটিতে ঢেকে যাওয়া নদীর তীরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, যদিও নতুন করে কাউকে জীবিত উদ্ধারের আশা কমে আসছে। এর মধ্যেই ওই অঞ্চলে আরও বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

'ক্যাম্প মিস্টিক' নামে একটি খ্রিস্টান বালিকাশিবির নিশ্চিত করেছে যে তাদের অন্তত ২৭ জন শিক্ষার্থী ও কর্মী প্রাণ হারিয়েছেন। আরও ১০ জন মেয়ে শিক্ষার্থী এবং একজন ক্যাম্প কাউন্সেলর এখনো নিখোঁজ রয়েছেন।

মৃতদের মধ্যে ৮৪ জন কের কাউন্টির বাসিন্দা, যাদের মধ্যে ৫৬ জন প্রাপ্তবয়স্ক এবং ২৮ জন শিশু। কের কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, এখনো ২২ জন প্রাপ্তবয়স্ক এবং ১০ জন শিশুর পরিচয় নিশ্চিত করা যায়নি। এদিকে, হোয়াইট হাউস জাতীয় আবহাওয়া পরিষেবার বাজেট কর্তনের কারণে উদ্ধার তৎপরতায় কোনো ব্যাঘাত ঘটেছে—এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের