মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫,

১ আশ্বিন ১৪৩২

মঙ্গলবার,

১৬ সেপ্টেম্বর ২০২৫,

১ আশ্বিন ১৪৩২

Radio Today News

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের ১৫০০ কোটি ডলারের মানহানির মাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২, ১৬ সেপ্টেম্বর ২০২৫

Google News
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের ১৫০০ কোটি ডলারের মানহানির মাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস-এর বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলার (১ হাজার ৫০০ কোটি ডলার) ক্ষতিপূরণ চেয়ে একটি মানহানির মামলা করেছেন। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই মামলার কথা নিশ্চিত করেছেন।

গতকাল সোমবার রাতে এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, পত্রিকাটি "কয়েক দশক ধরে" তার পরিবার, ব্যবসা, 'আমেরিকা ফার্স্ট মুভমেন্ট', 'মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (এমএজিএ)' এবং সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে "মিথ্যাচার" করে আসছে।

ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেন যে, নিউইয়র্ক টাইমস ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছে। তিনি বলেন, পত্রিকাটি এখন কট্টর বামপন্থী ডেমোক্রেটিক দলের একটি "ভার্চুয়াল মুখপত্র"-এ পরিণত হয়েছে। মামলাটি ফ্লোরিডায় করা হয়েছে বলে জানান তিনি, তবে এর বেশি কোনো বিস্তারিত তথ্য দেননি। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, আদালতের নথি থেকে এই মামলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ট্রাম্প এর আগে এবিসি নিউজ ও উপস্থাপক জর্জ স্টেফানোপোলোসের বিরুদ্ধে করা মামলার উদাহরণ টানেন, যা ১ দশমিক ৫ কোটি ডলারে নিষ্পত্তি হয়েছিল। এছাড়া, কমলা হ্যারিসের সঙ্গে '৬০ মিনিটস' অনুষ্ঠানের সাক্ষাৎকারের জন্য প্যারামাউন্টের বিরুদ্ধে করা মামলার কথাও উল্লেখ করেন, যা ১ দশমিক ৬ কোটি ডলারে নিষ্পত্তি হয়েছিল।

নিউইয়র্ক টাইমসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের