শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৭ বৈশাখ ১৪৩১

Radio Today News

পুজোর সাজে ছোট চুল কিভাবে বড় দেখাবেন? চলুন জেনে নিই কৌশল।

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৪, ১ অক্টোবর ২০২২

Google News
পুজোর সাজে ছোট চুল কিভাবে বড় দেখাবেন? চলুন জেনে নিই কৌশল।

ফাইল ছবি

পুজোকে সামনে রেখে যাদের চুল ছোট তাদের অনেকেরই মন খারাপ। চিন্তায় পড়েছেন কিভাবে বড় দেখাবে চুল ফ্যাশনে? হ্যা কিছু কৌশল আছে, যাকে অবলম্বন করে চুল বড় দেখানো সম্ভব। 

চুল একাধিক স্তরে কাটাকে লেয়ার কাট বলে। বিশেষ কৌশলে বিভিন্ন স্তরে চুল কাটলে সামনের দিকে লম্বা দেখাতে পারে। যাকে বলে 'ফেস-ফ্রেমিং লেয়ারিং।'

চুল স্ট্রেটনিং

এই পদ্ধতিতে চুল কিছুটা লম্বা দেখায়। তবে কৃত্রিম উপায়ে তাপ প্রয়োগ করে চুল সোজা করা যায়। এক্ষেত্রে যাদের চুলের আদ্রতা কম তাদের ডগা ভাঙার সমস্যা থাকে। সেক্ষেত্রে এই পদ্ধতিতে সমস্যা বাড়তে পারে। 

মাঝখানে সিথিঁ কাটতে পারেন

এটি এক ধরনের দৃষ্টিবিভ্রমও বটে। এই টোটকাটি তাদের জন্য বেশি কার্যকর যাদের মুখ গোলাকৃতির। এক্ষেত্রে তালু ঠিক মাঝখানে সিঁথি না কেটে কয়েক সেন্টিমিটার এদিক ওদিক করে কাটলে কিছুটা লম্বা দেখায়। 

জোড়া পনিটেল

একটির বদলে মাথায় একজোড়া পনিটেল তৈরি করলে ঘনত্ব ও দৈর্ঘ্য দুই-ই চুলের বেশি মনে হয়। মাথার পিছনে দুভাগে চুল ভাগ করে উপরে একটি ও নিচে একটি করতে পারেন।  ইচ্ছে হলে উপরের পনিটেলটি বেনি করে নিচেরটি খোলা রাখতে পারেন।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের