বৃহস্পতিবার,

০৪ সেপ্টেম্বর ২০২৫,

২০ ভাদ্র ১৪৩২

বৃহস্পতিবার,

০৪ সেপ্টেম্বর ২০২৫,

২০ ভাদ্র ১৪৩২

Radio Today News

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫২ জন 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৩, ১ সেপ্টেম্বর ২০২৫

Google News
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫২ জন 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। তবে স্বস্তির বিষয়—এই সময়ে কোনো মৃত্যু ঘটেনি।

সোমবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ২৮ জন, আর মৃত্যুর সংখ্যা ১২২।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৪ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের  ৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)  ২১ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রোগী ভর্তি রয়েছেন।
 
এর আগের দিন, রোববার ৫৬৮ জন আক্রান্ত এবং ৪ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল চলতি বছরের একদিনে সর্বোচ্চ আক্রান্তের দিন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের