শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

শনিবার,

২০ এপ্রিল ২০২৪,

৬ বৈশাখ ১৪৩১

Radio Today News

ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরো ৭৫জন হাসপাতালে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭:৪২, ২০ জুলাই ২০২১

Google News
ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরো ৭৫জন হাসপাতালে

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুজ্বরে আরো ৭৫ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৯ জুলাই) মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলর্থ ইমাজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া এ তথ্য জানিয়েছেন।

এ নিয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে থেকে গতকাল সোমবার পর্যন্ত সারাদেশে ১২৮২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখনো হাসপাতালে ভর্তি আছে ৪০৩জন। অন্যরা চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছেন।

এদিকে ডেঙ্গু সন্দেহে তিন জনের মৃত্যুর তথ্য মহাখালী রোগ তত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।

কীটতত্ব বিশেষজ্ঞদের মতে, এ মৌসুমে ডেঙ্গুজ্বরের বাহক এডিশ মশার উপদ্রব কিছুটা বাড়ছে। রাজধানীর নির্মাণাধীন ভবনের ছাদে, নির্মাণাধীন কন্সট্রাকশান হাউজেও পরিত্যক্ত বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে এডিশ মশার প্রজনন হয়। মশার প্রজননস্থল ধ্বংস না করলে মশার উপদ্রব কমবে না। আর নিয়মিত মশার ওষুধ ছিটালেও পূণাঙ্গ মশা মারা যায়। এতে মশার উপদ্রব কিছুটা হলেও কমবে।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের