
দেশকে দ্রুত গণতন্ত্রের ধারায় ফেরার ওপর গুরুত্বারোপ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিপ্লবোত্তর দ্রুত গণতন্ত্রে ফিরতে না পারা দেশগুলো গৃহযুদ্ধের দিকে গেছে।’ শনিবার (২ আগস্ট) রাজধানীর নীলক্ষেতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে আবার সঠিকভাবে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব আনতে হবে। বিপ্লবোত্তর যেসব দেশ, যত তাড়াতাড়ি নির্বাচনি প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে, সেসব দেশ ভালো করছে। সেই দেশগুলো উন্নয়নের দিকে যাচ্ছে। আর যে দেশগুলো বিপ্লবের পরে গণতান্ত্রিক ধারায় ফিরতে দীর্ঘ সময় নিয়েছে, নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হয়েছে; সে দেশগুলো গৃহযুদ্ধের দিকে গেছে। বিভক্তির মধ্যে গেছে।’
আমীর খসরু বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে, যে আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা জন্মেছে, সেটা যদি আমরা ধারণ করতে না পরি; সেই রাজনীতিবিদেরও কোনো ভবিষ্যৎ নেই, দলেরও কোনো ভবিষ্যৎ নেই।’
তিনি বলেন, ‘আমাদের সেই পরিবর্তন আনতে হলে নিজেদের মধ্যে আগে পরিবর্তন আনতে হবে। বাংলাদেশের মানুষ একটি সহনশীল রেজপেকটেবল রাজনীতি চায়। আমরা একজনের মতের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু তার মতকে তো সম্মান করতে পারি। সহনশীল হতে হবে। যত সংস্কারই করেন লাভ হবে না, যদি আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি।’
আমীর খসরু বলেন, ‘ঐক্যবদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। মতের দিক দিয়ে সব দল তো এক জয়গায় আসবে না। সেটা নিয়েই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। দেশের মানুষের মানবাধিকার ও জীবনযাত্রার মান নিয়ে কোনো ছাড় দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘অনেকে বলছে, ৫ আগস্টের পর অনৈক্য তৈরি হয়েছে। আমি তো কোথাও অনৈক্য দেখছি না।’
রেডিওটুডে নিউজ/আনাম