যারা সংস্কারের কথা বলছেন তারা নিজেরাই জানে না কী সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ৭ দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মশালায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘যারা সংস্কারের কথা বলছেন তারা জানেই না কী সংস্কার করতে হবে। তার শুধু একটাই সংস্কার জানেন যে, তাদের এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কার করলে তারা ক্ষমতায় যেতে পারবে। এমন চিন্তাভাবনা তারা করে।’
জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ৭ দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মশালার আয়োজন করেছে। চতুর্থ দিনের কর্মসূচিতে যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা অংশ নেন।
রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে এ কর্মসূচীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় মির্জা আব্বাস দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে কীভাবে জনগণের কাছে ভোট চাইতে হবে তার দিক নির্দেশনা দেন। চলমান সংস্কার নিয়ে মন্তব্য করেন মির্জা আব্বাস।
রেডিওটুডে নিউজ/আনাম

